• শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্র

বিএলএসের জরিপ

যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হিড়িক

সেপ্টেম্বরে ৪৪ লাখ চাকরি ছেড়েছেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ নভেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বরে প্রায় ৪৪ লাখ মানুষ চাকরি ছেড়েছেন। দেশটিতে এটিই এক মাসে সর্বোচ্চ চাকরি ছাড়ার রেকর্ড। এর আগের মাসে চাকরি থেকে সরে দাঁড়ান ৪৩ লাখ মার্কিনি। স্থানীয় সময় গত রোববার যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের (বিএলএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএটুডের খবরে বলা হয়েছে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে চাকরি ছাড়ার হার ৩ শতাংশ। অর্থনীতিবিদেরা বলছেন, যখন লোকজন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন, এর অর্থ তারা অন্য কোনো চাকরি খুঁজে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

বিএলএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ১ কোটি ৪ লাখ চাকরির বিজ্ঞাপন এসেছে। এর মধ্যে ৬৫ লাখ লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আগের মাসেও একই সংখ্যক মানুষ নিয়োগ পেয়েছিলেন। এর মধ্যে স্বাস্থ্য ও সমাজসেবা খাতে চাকরির বিজ্ঞাপন বেড়েছে ১ লাখ ১৪ হাজার। রাজ্য ও স্থানীয় সরকারের বিভিন্ন পদে বিজ্ঞাপন বেড়েছে ১ লাখ ১৪ হাজার। রাজ্য ও স্থানীয় সরকারের এ হিসাব অবশ্য শিক্ষা খাত বাদে। অন্যদিকে পাইকারি ব্যবসাুবাণিজ্যে নতুন বিজ্ঞাপন বেড়েছে ৫১ হাজার। তথ্য খাতেও একই পরিমাণ বাড়তি বিজ্ঞাপন এসেছে। অন্যদিকে আগের তুলনায় রাজ্য ও স্থানীয় সরকারের শিক্ষা খাতে বিজ্ঞাপনের পরিমাণ কমেছে ১ লাখ ১৪ হাজার। আবাসন খাতে কমেছে ৬৫ হাজার। আর অন্য সেবা খাতগুলোতে বিজ্ঞাপন কমেছে ১ লাখ ৪ হাজার। বিএলএসের হিসাব বলছে, চাকরি ছাড়ার বাইরে সেপ্টেম্বরে ১৪ লাখ কর্মীকে ছাঁটাই করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এ পরিমাণ মোট চাকরিজীবীর শূন্য দশমিক ৯ শতাংশ।

সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ৭ কোটি ৩৩ লাখ মানুষের চাকরি হয়েছে। চাকরি ছেড়েছেন এবং ছাঁটাই করা হয়েছে ৬ কোটি ৭৭ লাখ জনকে। এর অর্থ, গত এক বছরে চাকরি হারানোর বিপরীতে ৫৬ লাখ নিয়োগ বেশি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads