করোনা মহামারিতে সব থেকে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৬৪জন। দেশটিতে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন। আর সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ৬৮ হাজার ৭৭৮ জন। সুস্থতার তুলনায় মৃতের হার ১৮ ভাগ।
দেশটিতে সব থেকে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে অঙ্গরাজ্য নিউইয়র্ক সিটিতে। শুধু নিউইয়র্কেই আক্রান্ত তিন লাখ ৭২ হাজার ৪৯৪ এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১০। এছাড়াও নিউজার্সি, ইলিনয়স, ক্যালিফোর্নিয়া, ম্যানচেস্টার, প্যানেনসিলভানিয়া, টেক্সাস, মিশিগান ও ফ্লোরিডা রয়েছে সর্বোচ্চ আক্রান্তের তালিকায়।
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে ৬ ফেব্রুয়ারি এক ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু বৈশ্বিক এই মহামারিকে শুরুর দিকে খুব একটা গুরুত্ব দেয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুর দিকে এটাকে ফ্ল্রর সঙ্গেও তুলনা করেছিলেন।
এদিকে যেসব দেশে করোনার সংক্রমণ কমে আসছে, সেসব দেশে দ্বিতীয় দফায় করোনা আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।