প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখে পৌঁছতে পারে। মার্কিন সরকারের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।
সিএনএনের বরাত দিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা।
নিউইয়র্ক, নিউ অরলিন্স ও অন্যান্য বড় শহরগুলোতে জরুরি চিকিৎসা ব্যবস্থাও বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এদিকে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তারও বেশি মানুষের মৃত্যু হতে পারে। খবর সিএনএন ও গার্ড়িয়ানের
জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্টনি ফাউসি সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, করোনা যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
তিনি আরও বলেন, 'আমি এটার সঙ্গে থাকতে চাই না, এটি এমন একটি চলমান বিষয় যা মানুষকে খুব সহজেই ভুল বোঝাবে ও বিভ্রান্ত করবে।'
এসময় ডোনাল্ড ট্রাম্প সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার নিয়ম এক মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণা দেন।