যুক্তরাষ্ট্রে  এক লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে এক লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় ১৫ হাজার নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪ হাজার ৪৬৩ জন।

ইতোমধ্যেই ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে।

তবে মৃতের হিসেবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩৪। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ১৩৮। মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭১৯।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি।

বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৯৪৭ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।

করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যেই মার্কিন সিনেটে দুই লাখ কোটি (দুই ট্রিলিয়ন) ডলারের বিল পাস হয়েছে। 

এ মহামারিতে আগামী চার মাসে যুক্তরাষ্ট্রে ৮১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads