যশোর প্রতিনিধি
যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার একটি বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন মারা গেছে x ও একজন আহত হয়েছে। আজ শুক্রবার শুক্রবার সকাল সাড়ে ন’টার দিকে ওই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় মৃত ব্যক্তির হচ্ছেন, মশিয়ার রহমান (৫৩) ও আহত হয়েছেন রবি মোল্লা (৪৫)। তারা দুজনেই দু’জনেই নির্মাণ শ্রমিক। উভয় শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানিয়েছেন ,বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য নির্মাণ শ্রমিকরা রডের কাজ করছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে তারা স্পৃষ্ট হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মশিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন।
অপর আহত রবি মোল্লাকে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।