একদিনের ব্যবধানে ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
গেল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও টাঙ্গাইলসহ পাঁচটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৩৩ কেভি পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় দু'টি তদন্ত কমিটি করেছে পিডিবি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর একদিনের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।