ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল সোমবার সন্ধ্যায় এস আই মাসুদ জামালির নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), উজ্জল মিয়া (২৮)।
জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান, একদল ডিবি পুলিশ জেলার গেীরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৪৩),উজ্জল মিয়া (২৮)কে গ্রেপ্তার করে।
তাদের মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের আদালতে পেরণ করা হয়েছে।