ময়মনসিংহের ভালুকায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার আসপাডা মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা হয় বলে জানান ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান ।
নিহতরা হলেন ট্রাকচালক জামাল উদ্দিন (৪০) এবং তার সহকারী শাকিল আহমেদ (২২)। তাদের দুজনের বাড়ি জামালপুর জেলায়।
ইকবাল হাসান বলেন, বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পেছন থেকে দ্রুত গতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক এসে সামনের ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও সহকারীর মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা এসে নিহতদের উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে বলে জানান তিনি।
                                
                                        
                                        
                                        
                                        




