ময়মনসিংহ ভালুকা, ফুলবাড়িয়া ও কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ২৪ঘন্টা পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩জন চাদাাঁবাজ ও ১০জন মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
এ সময় মাদকব্যবসায়ীদের কাছ থেকে ৫০০ টি, নেশাজাতীয় ইনজেকশন, ২২০ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ।
জানা যায়, সদর সাবরেজিষ্টি অফিসে দলিল লিখকদের কাছে চাঁদা দাবীকালে চিহিৃত চাঁদাবাজ মোঃ মাকতুম হোসাইন (২৭),মোঃ মহিউল আউয়াল রানা (২৬), মোঃ রাকিবুল আলম (২৫)কে গ্রেফতার করে।
এ ছাড়াও পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম(৪৮), মোঃ রবিন মিয়া (২৮), মোঃ রাসেল মিয়া(৩২) মোঃ বাচ্চু মিয়া (৩০),মোঃ রনি মিয়া (২০) মোঃ বাদশা(৩৫)মোঃ রাজু(২৯), মোঃ মাসুম(২৮), মোঃ আরিফ(২৬) মোঃ শাহ আলম(২৮) মোঃ বাদশা(৩৫) মোঃ রাজু(২৯), মোঃ মাসুম(২৮), মোঃ আরিফ(২৬) মোঃ শাহ আলম(২৮)কে গ্রেফতার করে
কর্মগুনে আলো ছড়ানো জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান পৃথক পৃথক এসব অভিযানে অংশগ্রহন গ্রহন করেছিল এসআই নাজিম উদ্দিন, এসআই মোঃ আলাউদ্দিন বাদল, এসআই মোঃ হাবিবুর রহমান ্এস আই আব্দুল লতিফ, এএসআই মোঃ ফারুক হোসাইনসহ একদল ডিবি পুলিশ।