আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো,
ময়মনসিংহের নটর ডেম কলেজে নবীনবরণ ২০২৩ অনুষ্ঠান শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে
অনুষ্ঠিত হয়েছে। নটর ডেম কলেজের অধ্যক্ষ ড.ফা.থাদেউস হেম্ব্রম, সিএসসির সভাপতিত্বে ও প্রভাষক মো.কাজী জসিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মি. রেমন্ড আরেং।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নটর ডেম কলেজ ময়মনসিংহের গভর্নিং বডির চেয়ারম্যান ড.ফা.জর্জ কমল রোজারিও,সিএসসি, পরিচালক,ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্টেশন ,নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফা.ফ্রাঙ্ক কুইনলিভ্যান,সিএসসি প্রমুখ। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শপথ বাক্য পাঠ করানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।