ম্যারাডোনার মৃত্যু, সাত জন অভিযুক্ত

সংগৃহীত ছবি

ফুটবল

ম্যারাডোনার মৃত্যু, সাত জন অভিযুক্ত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ মে, ২০২১

দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগের দিনগুলোতে যারা তাকে চিকিৎসা সেবা দিয়েছেন, তাদের সাতজনের বিরুদ্ধে এই আর্জেন্টাইন কিংবদন্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক ও মনোরোগবিশেষজ্ঞ অগাস্তিনা কোসাচভ। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তারা। আরো আছেন দুজন নার্স, একজন নার্স কো-অর্ডিনেটর, আরেকজন চিকিৎসক ও একজন মনোবিদ।

হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বছরের ২৫ নভেম্বর পরলোকগমন করেন ম্যারাডোনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তবে শুরু থেকেই ‘ফুটবল ঈশ্বর’-খ্যাত তারকার মৃত্যুর কারণ নিয়ে তর্ক-বিতর্ক চলছে।

ম্যারাডোনার মেয়েরা তাদের বাবার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছিলেন। তার আইনজীবী মাতিয়াস মোরিয়া দাবি তুলেছিলেন পূর্ণ তদন্তের। এরপর গত মার্চে সান ইসিদ্রোর প্রসিকিউটরস অফিস শুরু করে তদন্ত। তদন্তে ম্যারাডোনার চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা এই মাসের শুরুর দিকে জানিয়েছিল ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি প্যানেল। তাদের প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলারকে মৃত্যুর আগে যে চিকিৎসা দেওয়া হয়েছিল, তা ছিল  ‘ত্রুটিপূর্ণ ও যত্নহীন।’

বিভিন্ন অডিও রেকর্ডিং ও মেসেজের মাধ্যমে তদন্তকারীরা আরো জানতে পেরেছেন, জীবনের শেষ কয়েকটি মাসে ম্যারাডোনা মদ্যপানের পাশাপাশি নানা ধরনের মাদক সেবন করতেন। তার চিকিৎসকদের সেসব জানাও ছিল।

সান ইসিদ্রোর প্রসিকিউটরস অফিস অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিচারকের কাছে আবেদন করেছে। তাদের শুনানি শুরু হবে আগামী ৩১ মে থেকে।

ক্রীড়াবিষয়ক স্প্যানিশ দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads