মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। গত শনিবার ৪৭ তম বিজয় দিবসে সূর্যদয়ের সাথে সাথে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ০৬.৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের সূচনা হয়। বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সস্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় স্মৃতিসৌধে সর্বস্থরের মানুষের ঢল নামে।
কেন্দ্রীয় স্মৃতিসৌধ বেদীতলে ও গনকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক মো:তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো:শাহজালাল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগ, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমীসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।