মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত করা হয়।
গতকাল সোমবার রাত কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ার রেসকিউ সেন্টারের সামনে তক্ষকটি কে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, ৭ জুলাই সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার পুলিশ তক্ষক পাচারকারী দলের কাছ থেকে তক্ষকটি উদ্ধার করে ৷ পরদিন আদালতের মাধ্যমে তক্ষকটি আমাদের কাছে আসে,আমরা তক্ষকটিকে উদ্যানে অবমুক্ত করি৷
তিনি আরো বলেন, তক্ষক পাচারের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ৷
এসময় উপস্থিত ছিলেন বনপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, শ্রীমঙ্গল থানার এসআই আব্দুল মালিক লাউয়াছড়াার বিট কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ ৷