মৌচাকের আনারকলি মার্কেটে আগুন

প্রতীকী ছবি

দুর্ঘটনা

মৌচাকের আনারকলি মার্কেটে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার ঠিক আগ মুহূর্তে আগুন লাগে। ভবনের চার তলায় ফোমের গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লাগলো সেটা বলতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের ধারণা, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, আগুন লাগার বিশ মিনিটের মধ্যে তাদের ইউনিট এসে পৌঁছায়। আগুন লাগার পর পরই সড়কগুলো ফাঁকা করে দেয় পুলিশ। ফলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুতই সেখানে পৌঁছে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads