আসন্ন ১০ মার্চ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইজাজুল হক রয়েল ঘোড়ায় চড়ে এক বিশাল মিছিল করেন। মঙ্গলবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তায় ঘোড়ায় চড়ে এ মিছিল করেন। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক ঘোড়ায় ভোট চান।মিছিলটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
রয়েল সাবেক উপজেলা যুবলীগের সভাপতি। তিনি এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি জানান, নির্বাচনে বিজয়ী হলে মোহনগঞ্জ উপজেলাকে একটি আধুনিক উপজেলা করার জন্য কাজ করে যাব।





