মোশাররফ করিমের ‘মকো মালয়েশিয়া’

‘মকো মালয়েশিয়া’ নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মোশাররফ করিমের ‘মকো মালয়েশিয়া’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

মোশাররফ করিম অভিনীত ‘মকো মালয়েশিয়া’ ২৬ অক্টোবর থেকে চ্যানেল আইয়ে প্রচার শুরু হচ্ছে। এ সিরিয়ালটি নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম জামান। ৪০ পর্বের এ নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। এতে আরো অভিনয় করেছেন শামীম জামান, আ খ ম হাসান, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, জয়রাজ, তারিক স্বপন, অপর্ণা, বন্যা মির্জা, আইরন আফরোজ, জুই করিম, জেনিম সানজিদা তন্ময় প্রমুখ।

সিরিয়ালটির প্রধান চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম বলেন, এটা অন্য ধরনের সিরিয়াল হয়েছে। আমার মনে হয় আমাকে যত রকমের চরিত্রে দর্শক দেখে থাকেন, এই সিরিয়ালে তার থেকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।

পরিচালক আকাশ রঞ্জন বলেন, মোশাররফ করিম একজন ভার্সেটাইল অভিনেতা। তাকে দিয়ে যেকোনো চরিত্র সাবলীলভাবে রূপায়ণ করা সম্ভব। এবার আমরা তাকে দিয়ে দারুণ একটা চরিত্র রূপায়ণ করিয়েছি। আমার মনে হয় এই চরিত্রটি দর্শকের মনে দাগ কেটে যাবে।

‘মকো মালয়েশিয়া’ চ্যানেল আইয়ে প্রচার হবে সপ্তাহের প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads