ময়মনসিংহের ত্রিশালে পুর্ব শত্রুতার জের ধরে মোবাইল চুরির অপবাদ দিয়ে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে ধর্মীয় মাহফিল শুনতে যায় বিল্লাল হোসেন (২৪)।মাহফিল থেকে ফেরার পথে মোবাইল চুরিকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে বাড়ী ফেরাররাস্তা থেকে উঠিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে দূবৃত্তরা।
মৃত বিল্লাল হোসেনের বাবা আবুল কাশেম জানান, গত দশ পনের দিন আগে আব্দুল কাদের মুন্সির ছেলে রোমানের মোবাইল ফোন চুরি হয়। সে আমার ছেলেকে সন্দেহ করে। মূলত পুর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
মৃত বিল্লাল হোসেনের বোন হাসিনা আক্তার বলেন, আমার ভাই সহজ সরল কারো সাথে কোনোদিন ঝগড়া করে নাই।তাকে মোবাইল চুরির ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ জানান, মৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় চুরি, মাদক, নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।