ভারতে ‘মুসলিম বিরোধী’ নাগরিকত্ব আইন সিএএ’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে ‘হিন্দুত্ববাদীদের’ সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজ শেষে গাজীপুরের চন্দ্রা,কোনাবাড়ী, মাওনা, রাজেন্দ্রপুর, চান্দনা সহ বেশ কয়েকটি স্থানে স্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্তে একটি বিক্ষোভ মিছিল বের হয়। চন্দ্রার মিছিলটি হাজীবাড়ী এলাকা হতে চন্দ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে প্রতিবাদ সভায় বক্তারা মোদী সরকারের প্রতি এ ব্যাপারে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে বলেন, দিল্লির মুসলিমদের হত্যা করা হচ্ছে,মসজিদ ভাংচুর ও পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব নির্মম হত্যাকান্ড কোন ভাবেই বরদাশত করা যায় না। আমরা বাংলাদেশ সরকারে কাছে রাষ্ট্রীয়ভাবে এ নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং নিন্দা জানানোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, অবিলম্বে দিল্লির মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে মুসলিম নির্যাতন হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।বক্তারা আরো বলেন, ‘ অসাম্প্রদায়িক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মোদিকে অতিথি করা হয়েছে। মোদি এ দেশের মাটিতে পা রাখলে রক্তের বন্যা বয়ে যাবে। প্রয়োজনে এ দেশের মাটিতে আবারও বদরের যুদ্ধ হবে। কোন অবস্থাতেই মোদিকে পবিত্র বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না।’
এ সময় মোদীকে বাংলাদেশের মাটিতে না আনার জন্য সরকারের কাছে আহবান জানানো হয়।
ওলামায়ে কেরামগন সহ সাধারণ জনগণ বলেন মোদী বাংলাদেশে আসলে এর তীব্র প্রতিবাদ করা হবে বলে ঘোষণা দেন।
                                
                                
                                        
                                        
                                        
                                        




