মেয়েকে আড়াই বছর অন্ধকারে বন্দি রাখল মা

দিনাজপুর ম্যাপ

সারা দেশ

মেয়েকে আড়াই বছর অন্ধকারে বন্দি রাখল মা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০১৯

প্রেম তাও আবার শত্রুর পরিবারের ছেলের সঙ্গে? তা মেনে নিতে পারেননি এক মা। মেয়ের প্রেম করার অপরাধে দীর্ঘ আড়াই বছর তাকে অন্ধকার ঘরে বন্দি করে রাখলেন মা। ঘটনাটি দিনাজপুরের।

আলো-বাতাসহীন স্যাঁতসেঁতে অন্ধকার ঘর থেকে গত বুধবার স্নাতক পড়ুয়া মেয়েটিকে (২২) অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই দিন সন্ধ্যা ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বাবা-মা, দুই ভাই ও তিন বোন নিয়ে তাদের পরিবার। তাদের পরিবারের সঙ্গে বিরোধ আছে পাশের এমন এক পরিবারের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েওই ছাত্রী। বিষয়টি জেনে আড়াই বছর আগে ছাত্রীকে অন্ধকার ঘরে বন্দি করেন তার মা। ওই অন্ধকার ঘরেই আড়াই বছর কেটে যায় ছাত্রীর। বাড়িতে বিদ্যুৎ থাকলেও যে ঘরে ছাত্রীকে আটকে রাখা হয়েছিল, সে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

এমনকি ঘরের দরজা-জানালা সব সময় তালা মেরে বন্ধ করে রাখা হতো। তাকে গোসল করতে দেওয়া হতো না। আধাপাকা ঘরটি ছিল স্যাঁতসেঁতে। ঘরের ভেতরে বর্ষায় পানি পড়ত। প্রতিবেশীদের জানানো হয়েছিল মেয়েটি মানসিক রোগী তাই তাকে আটকে রাখা হয়েছে। চিকিৎসার জন্য প্রতিবেশীরা মেয়েটিকে সহযোগিতা করতে চাইলে মেয়ের মা বিষয়টি এড়িয়ে যান।

গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বন্দি থাকতে থাকতে ছাত্রীর মুখ ও পা বিবর্ণ হয়ে গেছে। হাতের আঙুলগুলো কুঁকড়ে গেছে। বসতে কিংবা দাঁড়াতে পারছেন না। কথা বলতে গেলে শরীর কাঁপে। শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধ। বার বার কথা বলতে চেষ্টা করেও পারেননি ছাত্রী।

এদিকে হাসপাতালের চিকিৎসকরা মেয়েটির দ্রুত সুস্থ হয়ে ওঠা ও মানবিক দিক বিবেচনা করে তার আত্মীয়-স্বজন ছাড়া কাউকে দেখা করতে দিচ্ছেন না।

নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, দীর্ঘদিন অপচিকিৎসায় ও ঘরবন্দি থাকায় ছাত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছে। আলো-বাতাসে না আসা এবং হাঁটাচলা না করায় দেখা দিয়েছে হাড় ক্ষয় রোগ। সারা শরীরে ছড়িয়ে পড়েছে চর্মরোগ, আর মুখে ফাঙ্গাস। ছাত্রীটি শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন। এভাবে কিছুদিন থাকলে যেকোনো মুহূর্তে মৃত্যু পর্যন্ত হতে পারত তার। এখন তাকে সুস্থ করতে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাইকে চিনতে পারছেন ছাত্রী। তার মানসিক কোনো সমস্যা নেই। ছাত্রীটি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীর সঙ্গে থাকা তার খালাতো বোন বলেন, এক বছর ধরে চেষ্টা করেও খালাতো বোনের সঙ্গে দেখা করতে পারিনি। রংপুরের একটি স্কুলের মানবিক বিভাগ থেকে ২০১১ সালে এসএসসি ও নবাবগঞ্জের একটি কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাস করে আমার খালাতো বোন। লেখাপড়া শেষ করে তার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। এক ছেলের প্রেমে পড়ে জীবনটা শেষ হওয়ার উপক্রম হয়েছিল তার।

ছাত্রীর বাবা-মায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কিছুই বলতে রাজি হননি। তবে ছাত্রীর মা বলেছেন, মেয়েটি অসুস্থ হওয়ায় সুস্থতার জন্য কবিরাজ ও স্বপ্নে দেখা এক ব্যক্তির পরামর্শে ঘরে আবদ্ধ করে রেখেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, আড়াই বছরের বেশি সময় আটকে রাখা হয়েছে খবর পেয়ে মাদরাসার শিক্ষক বাবাকে ডেকে পাঠাই। ছাত্রীর বাবা বলেছেন, মা একক কর্তৃত্বে ছাত্রীকে আটক রেখেছেন। এরপর পুলিশ নিয়ে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। কোনো পরিবার তার সন্তানকে এভাবে বন্দি করে রেখে তিলে তিলে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে, তা ভেবে অবাক হচ্ছি।

নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, মেয়েটির প্রতিবেশীরা জানিয়েছেন, দুই বছরের বেশি সময় ধরে ছাত্রীকে আটকে রাখা হয়েছিল। প্রতিবেশীরা চিকিৎসা চালানোর খরচ দিতে চাইলে এড়িয়ে যান ছাত্রীর পরিবার। অবশেষে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবাবগঞ্জ থানা পুলিশের ওসি সুব্রত কুমার সরকার বলেন, মেয়েটি একটি ছেলেকে ভালোবাসত। ছেলেটির সঙ্গে বিয়ে না দেওয়ায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। এ কারণে পরিবারের লোকজন তাকে বাইরে যেত দিত না, মেয়েটিও বাড়ি থেকে বের হতো না। একপর্যায়ে তাকে ঘরবন্দি করে পরিবার। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি আমাদের কাছে। এরপরও মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি সুস্থ হয়ে উঠলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads