মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে শ্বাসকষ্ট নিয়ে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি আমলে নিয়ে ওই বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) মধ্য রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস গণমাধ্যমকে বলেন, শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এই সন্দেহে তার বাড়ি লকডাউন করা হয়েছে। রোগীর শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি নৌবাহিনীতে চাকরি করতেন। তার বাড়ি বগুড়া। পরিবারসহ ছুটি কাটাতে ৫-৬ দিন আগে মেহেরপুরের কোলা গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন।সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গেল বুধবার তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, শ্বাসকষ্ট নিয়ে গেল মঙ্গলবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২ বছর বয়সী এক রোগী ভর্তি হলে তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর ও তার বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করে রেখেছে প্রশাসন। গেল বুধবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।