মেহেরপুরে বৃক্ষমেলার উদ্বোধন

বৃক্ষ মেলায় বাগানিকে গাছের চারা প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

ছবি : বাংলাদেশের খবর

জীব ও পরিবেশ

মেহেরপুরে বৃক্ষমেলার উদ্বোধন

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৯

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” ও “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এ প্রতিপাদ্যে মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের খামারবাড়ি অফিসের চত্বরে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

শুভেচ্ছা বক্তব্যে মেলার সার্বিক দিক তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, এখন দেশে বড় চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য উৎপাদন। সেই লক্ষে কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। এজন্য প্রতিটি পরিবার, সরকারি অফিসসহ বিভিন্ন জায়গায় সামাজিকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি, সামাজিক বন বিভাগের কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোহাম্মদ শোয়াইব খান। মেলায় ২২ টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ৭ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads