মেহেরপুর প্রতিনিধি:
মেহেরেপুর গাংনী হতে সেলিম সরদার(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে গোপন সাংবাদের ভিত্তিতে মেহেরপুর র্যাব-১২ এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ব্যাটারি চালিত অটোগাড়ি এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পোয়ালবাড়ীয়া গ্রামের লুৎফর সরদার এর ছেলে।
র্যাব ১২,অধিনায়ক মারুফ হোসেন পিপিএম জানান, মেহেরপুর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর গাংনী কাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ী সহ ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ব্যাটারি চালিত অটোগাড়ি এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে থাকে। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।