মনিরুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর এজাজ আবাসিক হোটেলে অটোচালক আব্দুর রহমান হত্যার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ উদ্ধার করেছে অটোরিক্সা। আজ সোমবার দুপুরে মেহেরপুর সদর থানায় এক প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আজমল হোসেন। গ্রেপ্তারকৃত আসামী পল্লবকুমার বিশ^াস পিতা দীন বন্ধু বিশ^াস ঝিনাইদহের কালিগঞ্জ এবং রাজু শেখ, পিতা মজ্জেত আলী শেখ এদের বাড়ী একই থানার হরিদেবপুর গ্রামে। রবিবার রাতে সেখানে অভিযান চালিয়ে তথ্য—প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ সাইফুল ইসলাম জানান, রবিবার হোটেল এজাজ প্লাজার ৪র্থ তলার ৪০২ নং কক্ষে তার গলাকাটা হাত—পা বাধা লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। হোটেল মালিক মনিরুল ইসলাম ঝন্টুকে আটক করা হয়েছে তিনি হোটেলে রেজিষ্টার কিংবা কোন নিয়ম না মেনে হোটেল পরিচালনা করছে না এজন্য তাকেও ঐ আসামী সাথে কোর্টে চালান দেওয়া হইবে।





