মেসেঞ্জারে ‘আনসেন্ড’ ফিচার

সং

সোশ্যাল মিডিয়া

মেসেঞ্জারে ‘আনসেন্ড’ ফিচার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ নভেম্বর, ২০১৮

নির্দিষ্ট কয়েকটি দেশের মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য আনসেন্ড ফিচার চালু করেছে ফেসবুক। আপাতত বলিভিয়া, কলম্বিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। শিগগিরই অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

ফেসবুক জানিয়েছে, মেসেজ পাঠানোর ১০ মিনিট পর্যন্ত সেটি আনসেন্ড করার সুবিধা পাওয়া যাবে। তবে এ সুবিধা কাজে লাগিয়ে কাউকে যেন হয়রানি করা না যায় সেজন্যও কিছু ব্যবস্থা রাখা হবে।

আনসেন্ড ফিচারটিকে ভবিষ্যতে আরো উন্নত করা হবে বলেও জানিয়েছে ফেসবুক। এর অংশ হিসেবে আনএনক্রিপ্টেড মেসেজ পাঠানোর আগে সময় বেঁধে দেওয়া যাবে। এ সময় পার হলেই স্বয়ংক্রিয়ভাবে মেসেজটি উভয় প্রান্ত থেকে মুছে যাবে। শুধু তাই নয়, পুরনো মেসেজও স্বয়ংক্রিয়ভাবে মুছে দেওয়া যাবে।

এ বছরের শুরুর দিকে ফেসবুক কর্মকর্তাদের বিরুদ্ধে ইনবক্সে থাকা মেসেজ মুছে দেওয়ার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি। পরবর্তী সময়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, এ সুবিধাটি সব ফেসবুক ব্যবহারকারীর জন্যই চালু করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads