মেলায় ছুরিকাঘাতে কিশোর নিহত : আটক ০৩

নিহত আবিরের ছবি হাতে মায়ের আহাজারি

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

মেলায় ছুরিকাঘাতে কিশোর নিহত : আটক ০৩

  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০১৮

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কুন্ডবাড়ীর মেলা দেখতে এসে ছুরিকাঘাতে মামুন হোসেন আবির(১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। ওই ঘটনায় আরিফ তালুকদার(১৮) নামের অপর একজন আহত হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এনামুল সরদার ও সাজ্জাদ সরদারের সঙ্গে মামুন হোসেন আবিরের সাথে মটর সাইকেলের আলো চোখে ফেলাকে কেন্দ্র করে কিছুদিন আগে ঝগড়া হয়।সেই সূত্রধরে শনিবার রাতে এনামুল হক, সাজ্জাদসহ কয়েকজন কুন্ডুবারির মেলায় মামুন হোসেন আবির ও আরিফ তালুকদারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে দুজনকেই গুরুতর আহত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর রাতে মামুন হোসেন আবিরের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আবু মুন্সী (২০), শামীম ঢালী(২০) ও এমদাদ খানকে (২৪) আটক করেছে।

কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন,  ‘হত্যার ঘটনায় আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে তৎপরতা চলছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads