কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কুন্ডবাড়ীর মেলা দেখতে এসে ছুরিকাঘাতে মামুন হোসেন আবির(১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। ওই ঘটনায় আরিফ তালুকদার(১৮) নামের অপর একজন আহত হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এনামুল সরদার ও সাজ্জাদ সরদারের সঙ্গে মামুন হোসেন আবিরের সাথে মটর সাইকেলের আলো চোখে ফেলাকে কেন্দ্র করে কিছুদিন আগে ঝগড়া হয়।সেই সূত্রধরে শনিবার রাতে এনামুল হক, সাজ্জাদসহ কয়েকজন কুন্ডুবারির মেলায় মামুন হোসেন আবির ও আরিফ তালুকদারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে দুজনকেই গুরুতর আহত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোর রাতে মামুন হোসেন আবিরের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আবু মুন্সী (২০), শামীম ঢালী(২০) ও এমদাদ খানকে (২৪) আটক করেছে।
কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় আমরা তিনজনকে আটক করেছি। ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে তৎপরতা চলছে’।