সাহিত্য

মেলায় আঁখি হকের গল্পে গানে শাহ আবদুল করিম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, ২০২০

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সৈয়দা আঁখি হকের ‘গল্পে গানে শাহ আবদুল করিম’। ধ্রুব এষের চমৎকার প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

বাউল গানে সর্বাধিক উচ্চারিত এক আলোকবর্তিকার নাম শাহ আবদুল করিম। অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন স্বশিক্ষিত এই রাখাল বালক। যিনি একতারায় তুলেছেন বিপন্ন মানুষের কথা। দরিদ্র কৃষকের সন্তান হয়েও শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছেন। জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে। সচেতনভাবে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন সাহিত্যকে। সাধারণ মানুষের চিন্তা-চেতনা-চাওয়া-পাওয়াকে অবলম্বন করেই লিখেছেন মানবতার কথা, মুক্তির কথা। সামাজিক আন্দোলনের কথা বলছেন অকপটে, অকুতোভয়ে। নতজানু মানুষকে সোচ্চার কণ্ঠে জাগিয়ে তোলার অঙ্গীকার করেছেন বাস্তবতার নির্যাস মিশ্রিত গানে। তার আদর্শ, মনোবল, সততা, নৈতিকতা, মূল্যবোধ, সাহসিকতা, দূরদর্শিতা, দেশপ্রেম, আত্মত্যাগ এবং আপসহীন নেতৃত্বের কথা নতুন প্রজন্মকে জানাতে চান সৈয়দা আঁখি হক। একটি চিঠির মাধ্যমে গল্পে ও গানে করিমের জীবনীসহ শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরেছেন। কিশোর উপযোগী ‘গল্পে গানে শাহ আবদুল করিম’ গ্রন্থটি নিঃসন্দেহে বড়দেরও বহু মূল্যবান তথ্য-উপাত্ত দেবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads