ক্যাম্পাস

মেরিন ফিশারিজ একাডেমির প্রশিক্ষিত ক্যাডেটরা দেশের অর্থনীতিতে অবদান রাখবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি :

 মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর ৪২ তম ব্যাচে‘র ক্যাডেটদের পাসিং আউট প্যারেড ২০২৩  অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯ টায় মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের আউট প্যারেড ২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। পাসিং আউট  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, (জি), বিসিজিএমএস, পিএসসি, বিএন।

এ বছর একাডেমির ৪২তম ব্যাচে নটিক্যাল বিভাগে ৬০ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫১ জন (৪ জন মহিলা) এবং মেরিন ফিশারিজ বিভাগে ১৯ জন (১ জন মহিলা) ক্যাডেটসহ সর্বমোট ১৩৮ জন (৫ জন মহিলা) ক্যাডেট পাসড আউট হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি সাফল্যের স্বীকৃতি পুরস্কার হিসেবে ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন। এ বছর ৪২ তম ব্যাচের ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে সর্বোচ্চ অর্জনকারী ক্যাডেট হিসেবে মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট এইচ. এম. আবরার অয়ন (ক্যাডেট নং-২৩৬০)-বেল্ট অল রাউন্ডার গোল্ড মেডেল’ প্রাপ্ত হয়। তিন বিভাগের সর্বোচ্চ মান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল সায়েন্স বিভাগ হতে ক্যাডেট এস. এম. মারুফ হোসেন নাবিল (ক্যাডেট নং-২২৮৩), মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ক্যাডেট আল রিফাত (ক্যাডেট নং-২৩৫৩) এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ক্যাডেট মোহাম্মদ সাজিদ হোসেন (ক্যাডেট ২৩১৬) ‘বেস্ট ইন প্রফেশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক প্রাপ্ত হয়। এছাড়াও মহিলা ক্যাডেটদের মধ্যে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট সুরাইয়া আক্তার (ক্যাডেট নং-২৩৯১) ‘বেস্ট ফিমেইল ইন প্রফশনাল ট্রেনিং সিলভার মেডেল’ পদক প্রাপ্ত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মন্ত্রী ৪২ তম ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, ক্যাডেটরা দেশের সম্পদ। এই মেরিন ফিশারিজ একাডেমির চৌকস প্রশিক্ষিত ক্যাডেটরা সুনীল অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে।

একাডেমির ৪২তম ব্যাচের ক্যাডেটদের আউট প্যারেড-২০২৩ প্রধান অতিথিকে সম্মান স্বরূপ সালাম প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কমকর্তাবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, মৎস্য মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, সরকারি শিপিং অফিসসহ অন্যান্য মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কমকর্তাগণ ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads