মেঘে ঢাকা শহর

‘মেঘে ঢাকা শহর’ নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মেঘে ঢাকা শহর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, ২০১৮

আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’। রুদ্র মাহফুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ড. এনামুল হক, শম্পা রেজা, অপূর্ব, ঊর্মিলা, সাজু খাদেম, নাঈম, তানিয়া হোসাইন, লুৎফর রহমান জর্জ, আহসান হাবিব নাসিম, বাঁধন, ডা. এজাজ প্রমুখ। নাটকটি প্রচার হবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়।

ঢাকায় যৌথ পরিবার খুব একটা না থাকলেও ব্যতিক্রম রশীদ সাহেবের পরিবারটি। তিনি এক সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন। রশীদ সাহেব কিছুটা ভাবুক প্রকৃতির ও একই সঙ্গে খিটখিটে স্বভাবের। রোকসানা বেগম রশীদ সাহেবের স্ত্রী পুরো পরিবারটিকে আগলে রাখেন। রশীদ-রোকসানা দম্পতির বড় ছেলে মৃদুল, তার নানান ধরনের ব্যবসা রয়েছে। আরিয়ান ও লাবণ্য নামে দুই সন্তানের জনক সে। মৃদুলের স্ত্রী শায়লা বড় ভাবি হিসেবে বেশ জনপ্রিয় পরিবারের সব সদস্যের কাছে। এই পরিবারের দ্বিতীয় ছেলে রনো, চাকরিজীবী। রনো চাকরিতে বেশ উন্নতি করেছে সম্প্রতি। একটা গাড়িও কিনেছে। তার স্ত্রী তামান্নার একটি বুটিক হাউজ রয়েছে। রুশোর বিপরীত চরিত্র যেন তার ছোট ভাই শুভ্র। মাস্টার্সের পরীক্ষা শেষ করে সে একটি করপোরেট অফিসে চাকরিতে ঢুকেছে মাসকয়েক হলো। তার ভালোবাসার মানুষ মাঈশা, ধনী বাবার একমাত্র সন্তান। মাঈশা চায় শুভ্রদের পরিবারের সঙ্গে বাড়ির বউ হয়ে থাকতে। কারণ যৌথ পরিবার তার ভালো লাগে। এই পরিবারকে ঘিরেই আবর্তিত হবে নাটক ‘মেঘে ঢাকা শহর’। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads