একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে প্রচারে নেমেছে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল হাইসহ দলের নেত্রীবৃন্দ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মুক্তারপুর নিজ বাড়িতে তার বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচারে নামেন জেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপরি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল হাই। পরে মুক্তারপুর থেকে মীরকাদিম পৌরসভার কয়েকটি এলাকায় ধানের র্শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারনা শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো. মহিউদ্দিন আহম্মেদ, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আয়াতআলী দেওয়ান, মীরকাদিম পৌর বিএনপির সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বকুল, ভিপি শাহিন, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মহসিন, যুবদল নেতা নিজামউদ্দিন প্রমুখ