মুন্সীগঞ্জে কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুন্সীগঞ্জে কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার মানববন্ধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, ২০২১

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার 'ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র' এর উদ্যোগে শ্রীনগর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এ রকম ঘটনার পরেও যদি আন্দোলন না হয় তাহলে এ রকম ঘটনা চলতে থাকবে। লেখক মুশতাককে মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুমন্ত রায়, সাংবাদিক আরিফ হোসেন টিপু, লেখক ও শিক্ষক শুভ্র সরকার, লেখক মেহেদি হাসান শাহবাৎ, তাপস কুমার দাস, দেওয়ান আবুল হাসেম, সান্দ্র মোহন্ত,মোঃ ইকবাল হোসেন বাবুল, লেখক ও সংগীত শিল্পী আমির হোসেন মিলন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads