চতুর্থ ধাপে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
আজ রোববার সকাল ৮ টায় এ ভোট নেওয়া শুরু হয়। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৯টি ওয়ার্ডে গঠিত এ পৌরসভায় ভোটার ৩৭ হাজার ৬৫৬ জন। এ নির্বাচনে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৩৭ জন।
এদিকে, নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩৭৬ জন পুলিশ সদস্য মাঠে থাকছেন। পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, র্যাবের টহল টিম ও ১৫০ জন আনসার সদস্য থাকবেন।
সহকারি রিটার্নিং অফিসার মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া জানান, ১৭টি কেন্দ্রের ১০৪ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পৌরসভায় ৩৭ হাজার ৬৫৬ জন ভোটার আছেন। ১০৪ জন সহকারি প্রিসাইডিং অফিসার, ২০৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।