মুজিববর্ষ উপলক্ষে সেনবাগে ৫০ হাজার গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুজিববর্ষ উপলক্ষে সেনবাগে ৫০ হাজার গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০২০

মুজিব বর্ষ উপলক্ষ্যে নোয়াখালীর সেনবাগের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ৫০ হাজার গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

“বসত-বাড়ির আঙ্গিনায়” “একটি ফলদ গাছ লাগাই” এই স্লোগাানকে ধারণ করে সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলদ গাছের চারা রোপনের মধ্য দিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার এলাকায় একযোগে ওই ফলজ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে ওই কর্মসূচীর উদ্বোধন করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার।

ওই বৃক্ষ রোপন কর্মসূচীতে আওয়াতায় সেনবাগে প্রতিনিটি বসত-বাড়ির আঙ্গিনায়, স্কুল, কলেজ ও মাদরাসা ৫০ হাজার ফলজ বৃক্ষ রোপন করা হয়।

এরপর দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার সেনবাগের শায়েস্তানগরের লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজ মাঠে একটি নারকেল গাছের চারা রোপন করে কলেজের বৃক্ষ রোপন কর্মসূর্চী আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধা, ইসলামী ফাঊন্ডেশনের মডেল কেয়ারটেকার শাহিন আক্তার, সেনবাগ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা গোলাম আজম সুমন, লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দে, প্রভাষক নুরুল আলম সবুজ, মোঃ রাশেল, আওয়ামীলীগ নেতা আবু তাহের, মাষ্টার জাকের হোসেন, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads