মুছাপুর গ্রাম লকডাউন করল যুবকরা; প্রবেশ পথে স্যানিটাইজার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুছাপুর গ্রাম লকডাউন করল যুবকরা; প্রবেশ পথে স্যানিটাইজার

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২০

নরসিংদীর রায়পুরায় মুছাপুর ইউনিয়নে মুছাপুর গ্রামের "সোনালী সেবা সংঘের" উদ্যোগে  নিজ গ্রামের মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে গ্রাম লকডাউন করলো যুবকেরা। পাশাপাশি গ্রামের প্রবেশপথে বসানো হয়েছে স্যানিটাইজার। গ্রামেররাস্তায় ছিটানো হয়েছে জীবাণু নাশক। 

করোনা ভাইরাস আতঙ্কে ভয়ে দিন কাটছে সাধারণ  মানুষের। এই ভাইরাস সংক্রমণ রোধে সরকারী বেসরকারী উদ্যোগের পাশাপাশি ব্যাক্তি উদ্যোগেও চলছে সচেতনতা কার্যক্রম। 

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১লা এপ্রিল) দুপুরে "সোনালী সেবা সংঘের"উদ্যোগে মুছাপুর গ্রামের নামাপাড়া থেকে এর কার্যক্রম শুরু  হয়। সোনালী সেবা সংঘের  স্বেচ্ছাসেবী সদস্যরা নিজ উদ্যোগে প্রথমে গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে  ব্যারিকেট তৈরি করে গ্রাম লকডাউন করেে। তারপর জী গ্রামের অভ্যন্তরীন সকল রাস্তায়, বাড়রির আশেপাশে  জীবানু নাশক ছিটায় এবং প্রবেশ পথের তিন দিকে হাত দোয়ার ব্যবস্থা করে। 

সংগঠনের সভাপতি নাজমুল বলেন, প্রায় দুই হাজার বাসা-বাড়ী এবং এলাকার বিভিন্ন জায়গায় জীবানু নাশক স্প্রে করা হয় যা অভ্যাহত থাকবে।  প্রথমদিন  মুছাপুর নামাপাড়া থেকে মুছাপুর  গ্রামের তিনটি রাস্তার প্রবেশ পথে বসানো হয়েছে হেনিটাইজার দিয়ে হাত ধুয়া  কার্যক্রম এবং লকডাউন চেক পোস্ট   পরিচালিত হচ্ছে।

সোনালী সেবা সংঘের সাধারণ সম্পাদক সাগর আহাম্মদ রানা বলেন, সকলের প্রতি আহ্বান  আমরা যেভাবে এগিয়ে এসেছি  নিজ উদ্যোগে তেমনিভাবে সকলে নিজ এলাকায় উপস্থিত হয়ে মানুষকে সচেতন করুন। যুগ্ম  সাধারণ সম্পাদক শাহেদুল আলম শান্ত  জানান,  সংগঠনের  পক্ষ থেকে আগামী শুক্রবার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এলাকার উঠতি বয়সের যুবকের পাশাপাশি এই কার্যক্রমে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ জনগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads