মুক্তির মিছিলে একগুচ্ছ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

সংগৃহীত ছবি

শোবিজ

মুক্তির মিছিলে একগুচ্ছ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০২০

দীর্ঘ ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। এই যুদ্ধকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিভিন্ন ছোট ছোট গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। সেই ধারা এখনো অব্যাহত রেখেছেন নির্মাতারা। সরকারি অনুদানের পাশাপাশি বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হচ্ছে একাধিক মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। মুক্তির মিছিলে রয়েছে হাফ ডজনের বেশি চলচ্চিত্র। এর মধ্যে চলতি মাসেই মুক্তি পাচ্ছে দুটি।

সেই ধারাবাহিকতায় অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত ‘প্রিয় কমলা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি একই সঙ্গে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। এ প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি আমার প্রথম কাজ। দিন-রাত শুটিং করেছি ছবিটির জন্য। আশা করছি, দর্শক ভালো একটি গল্প দেখতে পাবেন।’ তবে ছবির সবচেয়ে বড় চমক হলো, এতে অপু বিশ্বাস প্রথবারের মতো একজন ‘বীরাঙ্গনা’র চরিত্রে অভিনয় করেছেন। এ বিষয়ে অপু বলেন, ‘এ ধরনের চরিত্র আমার এটাই প্রথম। তার ক্যারিয়ারের অন্যতম অর্জন মনে করে অপু। তিনি আরো বলেন, প্রত্যেক বীরাঙ্গনাই একেকজন যোদ্ধা। সেই বীরাঙ্গনার চরিত্রে নিজে কাজ করাটা সত্যি সৌভাগ্যের।’

যুদ্ধের সময় অজপাড়াগাঁয়ের এক নিটল প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘প্রিয় কমলা’। সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয়-এটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এ ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহাঙ্গল বিপ্লব, আজান, মালা প্রমুখ।

‘১৯৭১ সেই সব দিন’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করছেন হূদি হক। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন পরীমনি ও সুদীপ বিশ্বাস দীপ। এরই মধ্যে ছবির বিভিন্ন দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। জানা গেছে, ছবির বাদবাকি কাজ শেষ করে দ্রুত মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে সংশ্লিষ্টদের।

এদিকে দীর্ঘদিন আটকে থাকার পর সম্প্রতি কাজ শেষ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। নুরুল আলম আতিকের পরিচালিত এই ছবিতে অভিনেত্রী ভাবনাকে পাওয়া যাবে ‘পদ্মা’ চরিত্রে। এ বিষয় ভাবনা বলেন, ‘এটি আমার দীর্ঘ ক্যারিয়ারে দ্বিতীয় ছবি, দ্বিতীয় সিঁড়ি। মুক্তিযুদ্ধ আমার পছন্দের বিষয়। আমি একজন বাঙালি অভিনয়শিল্পী। তাই এই অনুভূতি নিয়েই দর্শকের ভালোবাসা ও সম্মান নিয়ে সৎভাবে কাজ করতে চাই। আশা করছি, দর্শক ভালো কিছু দেখতে পাবেন।’

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নূরুল আলম আতিক। এটি প্রযোজনা করছেন নাট্যকার ও নির্মাতা মতিয়া বানু শুকুর।

মুক্তির অপেক্ষায় রয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পে নির্মিত ‘ঘর গেরস্তি’ চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা। ছবিটি পরিচালনা করছেন মাসুদুর রহমান রামিম। এ বিষয়ে বন্যা মির্জা বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন এক হিন্দু পরিবারের চিত্র এতে উঠে এসেছে। যারা যুদ্ধের সময় এলাকা থেকে চলে যায়। যুদ্ধ শেষে আবার ফিরে আসে। এই যে যাত্রা ও ফিরে আসা-এটি উঠে আসবে চলচ্চিত্রটিতে।’

জানা যায়, চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১ ঘণ্টার কিছু সময় বেশি। ছবিটিতে হিন্দু পরিবারের নানা ধরনের মনস্তাত্ত্বিক বিষয় ও সামাজিক অবস্থাও উঠে এসেছে। এতে অভিনয়ের জন্য শিল্পীদের কালো মেকআপও করতে হয়েছে। চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়কার টানাপড়েন তুলে ধরার। নির্মাতা জানান, ছবিটি এখন মুক্তির প্রস্তুতি চলছে।

মিশু মিলনের গল্পে ও শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় মুক্তি অপেক্ষা রয়েছে ‘ফ্রম বাংলাদেশ’ চলচ্চিত্রটিও। এরই মধ্যে ছবির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। মানিকগঞ্জে বেতিলা সতু বাবুর জমিদারবাড়িসহ বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads