মিয়ানমারের পেঁয়াজ টেকনাফ বন্দরে 

ছবি: বাংলাদেশের খবর

আমদানি-রফতানি

মিয়ানমারের পেঁয়াজ টেকনাফ বন্দরে 

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে ২ হাজার বস্তা পেঁয়াজ এসেছে পৌঁছেছে। তিন মাস পর শুক্রববার সকালে-বিকালে দুটি ছোট ট্রলারে ৩০ মেট্রিক টন পেয়াঁজ এসেছে বলে নিশ্চিত করেছেন

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী। তিনি জানান,"  শুক্রবার সরকারি বন্ধ থাকায় আমদানিকৃত পেয়াঁজগুলোর কাগজপত্র এখনো  জমা হয়নি। 
তবে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শনিবার সকালে খালাস ও ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো সম্ভব হবে।

খোজঁ নিয়ে জানা গেছে,  শুক্রবার সকালে থেকে বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে দুই হাজার বস্তায় প্রায় ২২/২৫ মেট্টিক টন পেঁয়াজভর্তি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। এসব পেয়াঁজ আমদানি করেছেন ব্যবসায়ী মোঃ ওসমান। বন্দরে পেঁয়াজ খালাসের জন্য কাজ করছেন সেভেন স্টার নামের সিএন্ডএফ এজেন্ট।

প্রতিষ্ঠানের প্রতিনিধি আরফাতুল রহিম জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় আমদানিকৃত পেঁয়াজের ২ বস্তাগুলো ট্রলার পরে আছে। এর আগে সর্বশেষ জুলাই মাসের শুরু দিকে পেঁয়াজের ট্রলার এসেছিল। 

এদিকে মিয়ানমারের মংডু-আকিয়াব বন্দরে করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে গত ৫ জুলাই থেকে সেখান থেকে টেকনাফ স্থলবন্দরে কোনও বাণিজ্যিক ট্রলার আসনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘ উচ্চ পর্যায়ে বৈঠকের পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ (শুক্রবার) বেশ পরিমাণ পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ যত দ্রুত সম্ভব  সময়ের মধ্যে খালাস করে বাজারো পৌছানো হবে। তিন মাস বন্ধর থাকার পর মিয়ানমার থেকে পেঁয়াজ এলো। 

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন এবং সর্বশেষ  জুলাই মাসে এসছিল ৮৩ মেট্রিক টন পেঁয়াজ। 

টেকনাফ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘করোনা ভাইরাস মহামারীর কারণে চলতি বছরের জুলাই মাসের শুরু থেকে মিয়ানমার থেকে পেঁয়াজসহ সকল ধরনের মালামাল বন্ধ ছিল। শুক্রবার এক ব্যবসায়ীর কাছে দুটি ট্রলারে করে ৩০ মেট্রিক টন পেঁয়াজে এসেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads