মির্জাপুরে ৮ ইউপি’র ভোটগ্রহণ শুরু

শীত উপেক্ষা করে সকালেই ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

মির্জাপুরে ৮ ইউপি’র ভোটগ্রহণ শুরু

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জানুয়ারি, ২০২২


পঞ্চম ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে ৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বেলা ৪টা পর্যন্ত।

ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে মাঠে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে নির্বাচনী এলাকায়। শীত উপেক্ষা করে সকালেই ভোটকেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররাও। এবার ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার সকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসাররা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads