মির্জাপুরে ভোট দিতে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

নির্বাচন

মির্জাপুরে ভোট দিতে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন, ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধ ওই ইউনিয়নের থলপাড়া বইলানপুর গ্রামের বিরমনি সরকারের ছেলে সুকুমার সরকার (৬৭)।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, অসুস্থ্য শরীর নিয়ে ভোট দেয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হওয়ার পর থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রের ওইখানে পৌঁছালে হঠাৎ করেমাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ওইখান থেকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads