মির্জাপুরে নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ

ছবিটি সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন মহাসড়ক থেকে তোলা

ছবি: রাব্বি ইসলাম।

সারা দেশ

মির্জাপুরে নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ফেব্রুয়ারি, ২০২২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। পরে সকাল সোয়া আটটায় উপজেলা মুক্তির মঞ্চ থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, কবি আসাদুজ্জামান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বাদ জোহর ও সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads