বিনোদন প্রতিবেদক
বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে যেসব অভিনেতারা আগামী দিনের ঢাকাই সিনেমার নেতৃত্বে থাকবেন বলে এগিয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম আরিফিন শুভ। তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি। পাঁচ মাস আগে তার হার্নিয়া অপারেশন হয়েছে। এছাড়া রয়েছে বার্ধক্যজনিক আরো নানান সমস্যা। সব মিলিয়ে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়ে ছোটাছুটির মধ্যে থাকতে হয় শুভকে। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমেও মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শুভ। গতকাল বৃহস্পতিবার ফেসবুকে মায়ের সঙ্গে ৪২ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন ‘ঢাকা অ্যাটাক’ নায়ক। যেখানে দেখা যাচ্ছে বাসার খাটের ওপর বসে মার সঙ্গে লুডু খেলছেন তিনি। করছেন ভালোবাসাময় খুনসুঁটিও। ভিডিওর ক্যাপশনে শুভ লিখেছেন, ‘দোয়া করবেন আমাদের জন্য। সঙ্গে ভালোবাসা ও প্রার্থনার ইমোজি জুড়ে দিয়ে লেখেন-মা’। মুহূর্তেই শুভর এই ভিডিও নেটিজেনদের নজরে আসে। অনেকই ভিডিওর কমেন্ট বক্সে অভিনেতার মায়ের জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন। এ বিষয়ে শুভ বলেন, ‘মানসিক অসুস্থতার কারণে মায়ের মন-মেজাজ একদিন ঠিক থাকে, একদিন থাকে না। আজকে তার মনটা একটু ভালো। ভাবলাম একটু লুডু খেলি।’ শুভ আরো যোগ করেন, ‘এই সময়টায় মাকে এর থেকে বেশি আর কী দিতে পারবো। যতক্ষণ পারি সময় দেওয়ার চেষ্টা করি। গত ছয় বছর ধরে মা ঢাকাতেই আছে, আমার বাসায়। উনাকে গুলি করলেও আর কোথায় যাবে না, যায় না। শুভর কথাতেই স্পষ্ট মা তাকে কতটা ভালোবাসেন। শুভও তাই মায়ের প্রতি ভালোবাসার কোনো কমতি রাখতে চান না। শুভ মায়ের বর্তমান বয়স প্রায় ৬৯ বছর।
২০২০ সালটি শুভর জন্য অবিস্মরণীয় হয়ে আছে। এই বছরটিতেই বঙ্গবন্ধুর বায়োপিকে যুক্ত হওয়া! বঙ্গবন্ধুর যে শারীরিক গঠন তাতে বর্তমান সময়ের অভিনেতাদের মধ্যে শুভ অনেকটা এগিয়ে থাকেন। তার আগে সত্তর/আশি দশকে হলে হয়তো এ জায়গায় চিত্রনায়ক আলমগীর সে জায়গায় এগিয়ে থাকতেন। কাজেই ‘শীর্ষ নায়ক’ [হিসেবে নয়] বঙ্গবন্ধুর শারীরিক অবয়ব অনুযায়ী তার চরিত্রে এ সময়ের অভিনেতার মধ্য থেকে বেছে নেওয়ার ক্ষেত্রে নিয়মিত জিমে কসরত করা অত্যন্ত শরীর সচেতন আরিফিন শুভর মনোয়ন স্বাভাবিক ঘটনাই বলতে হবে। যে শরীর সচেতনতা হলিউড, বলিউডে অহরহ দেখা গেলেও বাংলাদেশি অভিনয়শিল্পীদের মধ্যে খুব একটা দেখা যায় না বললেই চলে। যিনি নিজের শরীরকে বানিয়ে নিয়েছেন সিক্সপ্যাক অ্যাবস।
এখন মুক্তির কড়া নাড়ছে সেই বহুল আকাঙ্ক্ষিত ক্লাসিক চলচ্চিত্রটি। ইতোমধ্যেই ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে ‘মার্শে দ্যু ফিল্ম’ নামে বাণিজ্যিক শাখায় ভারতীয় প্যাভিলিয়নে এক ঝলকে সিনেমাটির দেড় মিনিটের ট্রেইলার উন্মুক্ত করা হয়েছে। আগামী মাসেই সেপ্টেম্বরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয় বাস্তবে কেমন করলেন বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন। কতটা দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারলেন নিজেকে। এমনিতে পর্দায় নিজের চরিত্র নিয়ে খুবই সচেতন আরিফিন শুভ। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমাতেও দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন। করেছেন ‘কন্ট্রাক্ট’ নামের একটি ওয়েব সিরিজের কাজও।