মায়ের সঙ্গে অভিমান করে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মায়ের সঙ্গে অভিমান করে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অগাস্ট, ২০২০

নোয়াখালীর সেনবাগ পৌরসভার উত্তর অজুনতলা গ্রামের মো. রাবিক (২০) নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সেনবাগ পৌরসভার উত্তর অনুতলা গ্রামের পঞ্চায়ের বাড়িতে। নিহত রাকিব ওই বাড়ির এমরান হোসেনের ছেলে ও সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, দাবীকৃত টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে বসে ওই শিক্ষার্থী। 

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ দাফনের অনুমতি দেয় ।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর অজুনতলা গ্রামের পঞ্চায়ের বাড়ির এমরান হোসেনের ছেলে সেনবাগ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাকিব তার মায়ের নিকট ১০ হাজার টাকা দাবী করে। এসময় অস্বচ্ছল পরিবারের পক্ষে এতটাকা জোগাড় করে দিনে না পারায় রাকিব মায়ের সঙ্গে অভিমান প্রথমে ব্লেড দিয়ে নিজের দুই হাত কেটে রক্তাক্ত করে পেলে। পরবর্তীতে পরিবারের অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads