• মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ | ৮ চৈত্র ১৪৩১ | ১০ জ্বিলকদ ১৪৪৬
মাহবুব তালুকদারের প্রস্তাব অযৌক্তিক : কবিতা খানম

নির্বাচন কমিশনার কবিতা খানম

সংগৃহীত ছবি

নির্বাচন

মাহবুব তালুকদারের প্রস্তাব অযৌক্তিক : কবিতা খানম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর, ২০১৮

নির্বাচনের সময় সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগকে নির্বাচন কমিশনের (ইসির) অধীনে আনার সুযোগ নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে প্রস্তাব করেছেন তা সংবিধানসম্মত নয় বলে মনে করছেন আরেক নির্বাচন কমিশনার কবিতা খানম।

আজ বুধবার নির্বাচন কমিশনে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গত সোমবার অনুষ্ঠিত কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, সেনাবাহিনী মোতায়েনসহ পাঁচটি বিষয় আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলেন মাহবুব তালুকদার। বৈঠকের এজেন্ডায় বিষয়গুলো না থাকায় সভা শুরুর ১০ মিনিটের মাথায় তা বর্জন করেন।

কবিতা খানম বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি নির্বাচনকালীন সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসি অধীনে নিয়ে আসার যে প্রস্তাব দিয়েছেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়টি ইসির এজেন্ডায় আসার মতো প্রস্তাব নয়। সুতরাং, তার প্রস্তাবগুলো অযৌক্তিক।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads