মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ‍নিহত আমান উল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিক নিহত

  • আশরাফুল মামুন
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

মালয়েশিয়া সেলাঙ্গর প্রদেশের কেলাংগে সড়ক দুর্ঘটনা আমান উল্লাহ নামে এক বাংলাদেশী প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল সোমবার কেলাং এর কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় মটর সাইকেল ধাক্কাদেয়। এরপর বিকালে কুয়ালামাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি শরীয়তপুর জেলা সখিপুর থানা, চরভাগা ইউনিয়নের মিয়ারচর গ্রামের মরহুম আব্দুল করিম হাওলাদারের ছেলে। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

মালয়েশিয়াস্থ শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির জানান, আমানুল্লাহ কেলাং এর কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় মটর সাইকেলের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা সঙ্গে সঙ্গে কেলাং হাসপাতালে ভর্তি করান। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় গতকাল বুধবার বিকালে কুয়ালামাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমানউল্লাহ মৃত্যু বরণ করেন ।

তিনি আরো বলেন, ইন্সুরেন্স এর শর্ত পূরন ও ইমিগ্রেশন এর কাজ সম্পন্ন করে আগামীকাল শুক্রবার সকাল ৭টার ফ্লাইটে তার লাশ দেশে পাঠানোর কথা রয়েছে এবং আমাদের মালয়েশিয়াস্থ শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে লাশ প্রেরণের প্রক্রিয়ায় সার্বিক খোঁজ খবর রাখছি।

ভাগ্যর চাকা ঘুরাতে ২০১৫ সালে তিনি মালয়েশিয়া কেলাং এর একটি ফ্যাক্টরিতে শ্রমিক ভিসায় আসেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads