মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইদাহো অঙ্গরাজ্যে মঙ্গলবার (৩১ মার্চ) রিকটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার আগে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্প সারা অঙ্গরাজ্য অনুভূত হয়। এই ভূমিকম্প ২০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী হয়। স্থানীয় বাসিন্দারা এ খবর জানান বলে খবর দিয়েছে ইউএস নিউজ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী বোয়িস থেকে উত্তর পূর্বে দুর্গম পাহাড়ি এলাকায়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। পার্শ্ববর্তী নেভাদা ও মন্টানা থেকেও ভূমিকম্প অনুভূত হয়।