চাকরী স্থায়ীকরণ ও ছাটাইকৃতদের অভিজ্ঞতার আলোকে নিয়োগ দেয়ার দাবীতে মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে সদর উপজেলার মূলজান এলাকার কয়েকশ মিটার রিডার ও ম্যাসেঞ্জার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কর্মবিরতি শুরু করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।
এ সময় ভুক্তভোগিরা অভিযোগ করেন, পুর্বে একজন মিটার রিডার ২ হাজার মিটার রিডিং করত এবং একজন ম্যাসেঞ্জার ২ হাজার বিল বিতরন করত। এখন দুইটি পদ একত্রিত করে অন্যায়ভাবে দুইজনের কাজ একজনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। যা অমানবিক ও কস্টকর। এ সময় তারা আরো অভিযোগ করেন, পল্লীবিদ্যুৎ সমিতির কিছু অর্থলোভী জেনালের ম্যানেজার বিআরইবি’র চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পল্লী বিদ্যৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের উপর কাজের চাপ বাড়িয়ে কর্মী ছাটাই করে পুনরায় নিয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছে।
আয়োজিত কর্মবিরতিতে বাংলাদেশ মিটার রিডার,ম্যাসেঞ্জার কেন্দ্রীয় ঐক্য পরিষদের সভাপতি দাউদ খান দাবী করেন,পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরী স্থায়ী করতে হবে,অস্বাভাবিক কাজের চাপ কমিয়ে সমতায় আনতে হবে, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পদ পৃথক করতে হবে, ৯ বছর মেয়াদ সমাপ্তি ও ছাটাইকৃতদের অভিজ্ঞতার আলোকে অনতিবিলম্বে পূনঃ নিয়োগ দিতে হবে, ভৌগলিক এলাকা ব্যাতীত আবেদনের সুবিধা থাকতে হবে ও পুনঃ নিয়োগে বেসিক কম দেওয়া যাবে না।