মানিকগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

মানচিত্রে মানিকগঞ্জ

সংগৃহীত ছবি

অপরাধ

মানিকগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

  • আসাদুজ্জামান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

মানিকগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর এবং হামলার অভিযোগে মানিকগঞ্জ ২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির সাবেক সাংসদ মঈনুল ইসলাম খান শান্তসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০-৪৫ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হরিরামপুর থানার কছের শেখ বাদী হয়ে এই মামলাটি করেছেন।

কছের শেখ জানান, গত মঙ্গলবার দুপুরে উপজেলার চালা ইয়নিয়নের দিয়াবাড়ি বাজার এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত ও তার সহযোগীরা হামলা ও ভাংচুর করে। সে সময় তিনি নৌকার নির্বাচনী অফিসে ছিলেন। দেশীয় অস্ত্র দিয়ে শান্তসহ অন্যান্য লোকজন তাকে এলোপাথারি মারপিট করে আহত করেন। পরে আওয়ামী লীগের লোকজন হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার পায়ে কয়েকটি সেলাই হয়। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ জানান, মামলা হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এ ব্যাপারে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিভিন্ন নেতাকর্মীদের কাছে জানতে চাইলে তারা জানান, হরিরামপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের গাড়িবহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর উল্টো প্রার্থীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads