মাধবদীতে বাস চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহসড়কের মাধবদী বাসষ্ট্যান্ডের টাটাপাড়া এলাকায় এই দর্ঘটনা ঘটে।
নিহতের নাম খোকন (৩৯)। সে ভগিরথপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা-সিলেট মহসড়কের মাধবদী বাসষ্ট্যান্ডের টাটাপাড়া এলাকায় মটর সাইকেল আরোহী খোকন(৩৯) নিহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় ৪অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সিলেট গামী মিতালী পরিবহন ঢাকা মেট্ট -ব ১৫-১৫১৯ বিপরীত দিক থেকে আসা মটর সাইকেল আরোহী ভগিরথপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে খোকনকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ বাসটিকে আটক করে।