শোবিজ

মাদকবিরোধী প্রচারণায় অপু বিশ্বাস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৯

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপুু বিশ্বাস। একসময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন সময় কম দিচ্ছেন। চলচ্চিত্রের পাশাপাশি সংসার নিয়েই এখন তার ব্যস্ততা বেশি। সবকিছুর পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিতে প্রায়ই দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এবার দুদিনের জন্য রাজশাহী মাতাতে যাচ্ছেন এই অভিনেত্রী। সেখানে দুটি স্টেজ শোতে অংশ নেবেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দেশব্যাপী মাদকবিরোধী প্রচারণা শুরু হচ্ছে নতুন বছর। এরই ধারাবাহিকতায় আগামী ৩ জানুয়ারি রাজশাহীতে মাদকবিরোধী কনসার্টে তিনি অংশ নেবেন। নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাদকবিরোধী কনসার্ট। পরদিন ৪ জানুয়ারি রাজশাহীতে আরো একটি শোতে অংশ নেবেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দেশব্যাপী মাদকবিরোধী প্রচারণা করছে। এ প্রচারণায় অংশ নিতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। আমিও চাই সবাই মাদককে না বলুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads