মাথায় ব্যান্ডেজ নিয়ে নির্বাচনী প্রচারণায় গয়েশ্বর

মাথায় ব্যান্ডেজ নিয়ে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

সংগৃহীত ছবি

নির্বাচন

মাথায় ব্যান্ডেজ নিয়ে নির্বাচনী প্রচারণায় গয়েশ্বর

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

মাথায় ব্যান্ডেজ নিয়ে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়।  আজ বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর বেলা ১১টায় কেরানীগঞ্জ বিএনপি কার্যালয় থেকে গয়েশ্বরের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়।  মিছিলটি তার নির্বাচনী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাসনাবাদ এলাকায় গণসংযোগের মধ্যে দিয়ে শেষ হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় নিজের নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের চুনকুটিয়া কদমতলায় গেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নেতাকর্মীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হন।

এ হামলার ঘটনায় প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্ট কি না - এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। তবে নির্বাচনে যখন নেমেছি জীবন গেলেও নির্বাচনের মাঠ ছেড়ে যাবো না।  যেকোনো বিনিময় জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। 

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনের ভূমিকা প্রধনমন্ত্রীর মুখ্য সচিবের মতো। সাংবিধানিক প্রতিষ্ঠানকে তিনি কলঙ্কিত করেছেন। একদিন না একদিন এর জবাব দিতেই হবে। 

মিছিলে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা মো. নাজিমউদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা এ্যাডভোকেট সুলতান নাসেরসহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads