মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ!

কোরআনে হাফেজ রাফসান মাহমুদ জিসান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ!

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০১৯

মাত্র ৪৯ দিনে কোরআনে হাফেজ হয়ে চমক দেখিয়েছে রাফসান মাহমুদ জিসান। কুমিল্লার শহরের ইবনেতায়িমা স্কুল এন্ড কলেজের হিফ্জ বিভাগের ছাত্র সে।

প্রতিষ্ঠানটির হিফ্জ বিভাগের শিক্ষক আবুল হাসান জানান, ২০১৬ সালের শেষ দিকে নূরানী পড়া শুরু করে রাফসান, ২০১৮ সালের নভেম্বরের আগে নাজেরা শেষ করে এর পর নভেম্বরের ৪তারিখে কোরআন শরীফ হেফ্জ করতে দেওয়া হয় তাকে। এদিন ৩০ পারা শুরু করে। অবাক করার বিষয় হলো, ২ দিনে সে ৩০ তম পারাটি সম্পূর্ণ মুখস্ত শুনিয়ে দেয়।

তিনি আরো বলেন, আমরা মনি করি রাফসানের এই পারাটি আগে থেকেই মুখস্থ ছিল। আমরা দেখলাম মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে ৩০ পারা হেফ্জ করেছেন। এটি আল্লাহর বিশেষ রহমত।

কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রবাসী বাহার উদ্দিনের ছেলে রাফসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads