দুর্ঘটনা

মাটির দেয়াল চাপায় একই পরিবারের দুই বৃদ্ধার মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০২৩

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে হাতুড় ইউনিয়নের আমড়াই গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে একই পরিবারের দুই বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের সখেন বর্মণের বাড়ির মাটির দেয়াল ধ্বসে তার নিচে চাপা পড়লে এই মর্মান্তিক  দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আমড়াই গ্রামের মৃত অভিলাশ চন্দ্র বর্মণের স্ত্রী মিথিবালা (৭০) ও মৃত জয় চন্দ্র বর্মণের স্ত্রী ভাদুরী বালা (৭৫)। তারা দুজন একই পরিবারের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন হাতুড় ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক মন্ডল।  

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হাতুড় ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী ও উপকার ভোগীদের মতবিনিময় সভায় গিয়ে ভটভটি ভাড়া বাকী রাখেন তারা। পরদিন শুক্রবার বিকেলে ভটভটি ভাড়া দেয়ার জন্য হালকা বৃষ্টির মধ্যে মিথিবালা ও ভাদুরী বালা বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের সখেন বর্মণের বাড়ির মাটির দেয়াল ধ্বসে তার নিচে চাপা পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিথিবালাকে মৃত ঘোষণা করেন এবং ভাদুরী বালাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী যাবার সময় সন্ধ্যায় ভাদুরী বালাও মারা যান। উল্লেখ্য যে, মিথিবালা ও ভাদুরী বালা সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগী ছিলেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিহতদের শুক্রবার রাতে আমড়াই শ্মশানে দাহকাজ সম্পন্ন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads